চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ ছাত্রলীগ নেতাকর্মী। আহতরা হলেন- মিঠুন, আসিফ, খোকা ও রিংকু।
বৃহস্পতিবার সকালে গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালে সাহেরখালী ভোরের বাজারে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রুপের কর্মীরা খোকা (৩০) নামের এক দোকানদারকে কুপিয়ে আহত করে।
গিয়াস উদ্দিন সমর্থিত কর্মীরা খোকার দোকানে এসে আড্ডা দেয় এই অপরাধে তার দোকানে হামলা চালায় এবং তাকে কুপিয়ে আহত করে।
খবর পেয়ে গিয়াস উদ্দিন সমর্থিত লোকজন মন্ত্রী সমর্থিত গ্রুপের কর্মী রিংকুর ওষুধের দোকানে হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় ছাত্রলীগ কর্মীরা চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের মহড়া দিয়েও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাঈনুল ইসলাম রানা জানান, এই সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই।
নিজামপুর পুলিশ ফাঁড়ির এসআই কাওসার জানান, ছাত্রলীগের অস্ত্রের মহড়া সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের খবর তিনি শুনেছেন বলে জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান