ঢাকা : নিম্ন আদালত এবং উচ্চ আদালতের কয়েকটি বেঞ্চে বারবার জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর অবশেষে জামিন পেয়েছেন জান্নাতি হোসেন (২৮)। সড়ক দুর্ঘটনায় ব্যবাসায়িক অংশীদার ও বন্ধুর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি কারাগারে ছিলেন।
বৃহস্পতিবার তার জামিন সংক্রান্ত একটি রুলের চূড়ান্ত শুনানি করে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তাকে স্থায়ী জামিন দেয়। আদালতে জান্নাতির পক্ষে শুনানি করেন আইনজীবী বাসেত মজুমদার।
নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাই কোর্টে আসেন জান্নাতির আইনজীবীরা। হাই কোর্টের দুই বেঞ্চ ওই আবেদনের শুনানি করে তাদের ফিরিয়ে দেয়। পরে এক বেঞ্চ শুনানি করে রুল দিলেও রুল শুনানির সময় ওই বেঞ্চের এক বিচারক বিব্রতবোধ করেন। এরপর এই বেঞ্চে আসেন জান্নাতির আইনজীবীরা।
২০১৪ সালের ১১ জুলাই মধ্যরাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেইটের দিকে যাওয়ার সময় শাহীনবাগ এলাকায় একটি প্রাইভেটকার পুলিশের একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির বামপাশের আসনের অংশ দুমড়েমুচড়ে যায়। ওই আসনে বসে থাকা আরোহী কে এম মোস্তামসির আশরাফ শুভ্র (৩২) ঘটনাস্থলেই নিহত হয়।
গাড়িটির চালক ছিলেন জান্নাতি। তাদের দুইজনের অংশীদারিত্বে রাজধানীতে রেস্টুরেন্ট ব্যবসা ছিল। এছাড়াও অটোমোবাইল ম্যাগাজিন ‘টর্ক’ এর সম্পাদক জান্নাতি হোসেন।
তেজগাঁও থানার এসআই সর্দার নিজামুল হক পরদিন জান্নাতির বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা করেন। এর চার দিন পর নিহত শুভ্রর চাচা আবদুল হান্নান খান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জান্নাতির বাবা, মা ও দুই ভাইকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান