ডেস্ক : আফ্রিকার তানজানিয়ায় বাস ও দুটি লরির ত্রিমুখী সংঘর্ষে ৪২ জন নিহত ও কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন।
দেশটির ইরিঙ্গা প্রদেশে একটি লরির চালক রাস্তার ভাঙা অংশ এড়াতে একটু সরে গেলে এ দুুর্ঘটনা ঘটে বলে গেছে।
প্রাদেশিক পুলিশ কমিশনার গণমাধ্যমকে জানান, একটি লরির কন্টেইনারগুলো বিপরীত দিক থেকে আসা বাসের ওপর পড়ে যাওয়ায় বাসের অনেক যাত্রীর মৃত্যু হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় মাবিয়া শহর থেকে দেশটির অর্থনৈতিক রাজধানী ও উপকূলীয় শহর দারুস সালামে যাচ্ছিল।
উল্লেখ্য, তানজানিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে ২০০৬ সালের পর এটাই দেশটির সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান