ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠিয়ে নিয়ে গেছে বলে দাবি করেছে বিএনপি।
বিএনপি জানায়, মঙ্গলবার রাত ১০ টার পরে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র্যাবসহ ২০/৩০ জনের একটি দল তাকে উঠিয়ে নিয়ে গেছে।
বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তার সঙ্গে বাসার একজন পুরুষ ও একজন নারী গৃহকর্মীকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
এরপর থেকেই পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
এখনও তার আটকের বিষয় স্বীকার ও তাকে আদালতে না তোলায় উদ্বেগ প্রকাশ করেছে তার রাজনৈতিক সহকর্মী ও পরিবারের সদস্যরা।
উল্লেখ্য এর কয়েকদিন আগে সালাহ উদ্দিনের বাসার কেয়ারটেকার ও দুই গাড়িচালককে আটকের তিন দিন পর আদালতে হাজির করা হয়েছিল।
এদিকে সালাহ উদ্দিন ও আটক দুই গৃহকর্মীর মুক্তি দাবি করে সরকারকে এমন অন্যায়, বেআইনি ও সৈরাচারী আচরণ থেকে বিরত থাকার আহবান জানিয়েছে বিএনপি।
এর আগে তার নিখোঁজের বিষয়ে কাছে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ।
তিনি বলেন, মঙ্গলবার রাত ১০ টার দিকে তার সঙ্গে কথা হয়েছিল এরপর তার আর কোন খোঁজ পাচ্ছি না। মুঠোফোনও বন্ধ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কারান্তরীণ হওয়ার পর থেকে দলের অন্যতম এ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ চলমান সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে বিএনপিসহ ২০ দলের অন্যতম মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছেন।