ঢাকা : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফরে আসার কোনো সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
এছাড়াও জন কেরি বাংলাদেশে আসছেন এমন কোনো তথ্য তার কাছে তিনি জানান।
গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে জন কেরির সফর সস্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব বলেন, জন কেরির সফর নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে, এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।
অভিজিৎ হত্যাকা-ের বিষয়টি আলোচনায় এসেছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সবকিছুই বৈঠকে উঠে এসেছে। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি আলোচনায় এসেছিল? জানতে চাইলে সচিব কোন মন্তব্য করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে বার্নিকাট বলেন, জন কেরির বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হলে তা সাংবাদিকরা পাঁচ মিনিটের মধ্যেই জানতে পারবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান