জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির আত্মহত্যার প্রচেষ্টায় মৃত্যুর শঙ্কা পুরোপুরি কেটে গেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়া এই শিল্পী রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ছিলেন। তবে গতকাল রাতেই তাকে সাধারণ কেবিনে নেয়ার কথা। এ প্রসঙ্গে তার ভাই জনি যাযাদি বিনোদনকে বলেন, 'রোববার সকালে তার বোনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তারদের পরামর্শে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ডা. ফরহাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নত হয়েছে। বর্তমানে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন তিনি।' এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ন্যান্সি। শনিবার রাত ১টা পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। শনিবার রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়া হয়। রোববার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ন্যান্সির ভাই জনি দাবি করেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্তোষজনক চিকিৎসাসেবা না পাওয়ায় তার বোনকে ঢাকায় আনা হয়েছে। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে ন্যান্সির অবস্থার কিছুটা অবনতি হয়। পরে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। রাত ১টা পর্যন্ত ন্যান্সির অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এ অবস্থায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এর আগে নেত্রকোনার একটি ক্লিনিক থেকে শনিবার সন্ধ্যায় ন্যান্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন সেখানকার চিকিৎসকরা। পরে রাত সাড়ে ৮টায় নেত্রকোনার ওই ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে ন্যান্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর ন্যান্সি নিজেই চিকিৎসকদের বলেন, শনিবার বেলা ১টা থেকে দেড়টার মধ্যে দুই দফায় মোট ৬০টি ঘুমের বড়ি খেয়েছেন তিনি। প্রথম দফায় ৪০টি ও দ্বিতীয় দফায় ২০টি বড়ি খান ন্যান্সি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান