সিলেট : সিলেট নগরীর তালতলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৮টার দিকে তালতলা নবান্ন রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগ তেলিহাওর গ্রুপ ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। তবে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
দলীয় সূত্রে জানা যায়, পিযুষ গ্রুপের নেতাকর্মীরা প্রতিদিন সন্ধ্যার পর তালতলা হোটেল নবান্নের সামনে বসে আড্ডা দিতেন। ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন থেকে ছাত্রলীগ তেলিহাওর গ্রুপের নেতাকর্মীদের সাথে পিযুষ গ্রুপের উত্তেজনা চলছিল।
বুধবার রাত ৮টার দিকে অন্যান্য দিনের মতো পিযুষ গ্রুপের নেতাকর্মীরা হোটেল নবান্নের সামনে এসে জড়ো হন। এসময় তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা সেখানে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পিযুষ গ্রুপের নেতাকর্মীরা তালতলা ছেড়ে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান