ঢাকা : রাজধানীতে ঢাকা কলেজের ছাত্র আতাউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবায়ের আনসারীকে পুলিশ কর্তৃক আটকের পর অস্বীকার করার অভিযোগ করেছে তাদের পরিবার।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। একই সঙ্গে তারা গভীর উদ্বেগ ও প্রকাশ করেছেন।
বিবৃতিতে দুই ছাত্রের অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বুধবার সকাল ১০ টার দিকে কলেজে যাওয়ার পথে রাজধানীর পল্টন এলাকা থেকে আতাউর রহমানকে এবং সবুজবাগের বাসা থেকে মো. যুবায়ের আনসারীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে। একজন সাধারণ ছাত্রকে রাস্তা থেকে ধরে অস্বীকার করা এবং তাদের শিক্ষা জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়া পুলিশের কোন দায়িত্বের মধ্যে পড়ে কিনা তা আমাদের জানা নেই। এখন আমরা তাদের জীবন নিয়ে শঙ্কা বোধ করছি। এ অবস্থায় আমরা তাদের বর্তমান অবস্থান নিশ্চিৎ করতে এবং তাদের মুক্তির দাবিতে সরকার, গণমাধ্যম ও পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করছি, পুলিশ আমাদের সন্তানদেরকে অতি দ্রুতই আমাদের নিকট ফিরিয়ে দেবে।
বিবৃতি প্রদানকারী
গ্রেফতারকৃত আতাউর রহমানের বাবা- আবজাল হোসেন
গ্রাম- নুরচর, থানা রানীশকৈল জেলা ঠাকুরগাঁও।
যুবায়ের আনসারীর বাবা জসিম উদ্দিন
গ্রাম- গোজালিয়া, থানা-গোলাচিপা, জেলা-পটুয়াখালী
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান