মোঃ খালেদ হোসেন: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে এক সপ্তাহের অব্যাহত পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরসহ চরাঞ্চলের চার ইউনিয়নের প্রায় ৪৫ গ্রামের কয়েকশ’ পরিবারের ঘরবাড়িতে বন্যার পানি ডুকে পড়েছে। এছাড়া শতশত একর ফসলি জমি তলিয়ে গেছে। এদিকে তাঁতশিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানার প্রায় ১০টি গ্রামের নিচু তাঁত কারখানায় প্রবেশ করেছে বন্যার পানি। এসব এলকার মানুষের মাঝে তীব্র সঙ্কট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও ওষুদের। মাঠ ঘাট তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। সরেজমিন দেখা গেছে, চৌহালী উপজেলার সদরের খাষকাউলিয়া উত্তর পাড়া, দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়া, উমারপুর ইউনিয়নের শৌলজানা, বাউশা, আগশিমুলিয়াসহ ১০টি গ্রাম বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ ও চৌবাড়িয়াসহ প্রায় সাতটি গ্রাম, ঘোরজান ইউপির মুরাদপুর, ধীতপুর, কুয়েত পাড়াসহ প্রায় আটটি গ্রাম এবং স্থাল ইউপির সাতটি গ্রাম ও সদিয়া চাঁদপুর ইউপির আটটি গ্রামে বন্যার প্রানি প্রবেশ করেছে। এসব এলকার আবাদি জমি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও হাটবাজারে যাতায়াতের রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে এলাকার বিভিন্ন পেশার মানুষের কর্মস্থলে যেতে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষজন। বিশেষ করে এনায়েতপুর থানার গোপিনাথপুর, শিবপুর, খুকনী-রুপনাই, গোপালপুর, খামার গ্রাম ও বেতিলসহ কয়েকটি গ্রামের নিচু তাঁত কারখানায় বন্যার পানি প্রবেশ করায় শত শত তাঁত শ্রমিকের উপার্জন বন্ধ হয়ে গেছে। চৌহালী উপজেলা সদরের খাষকাউলিয়া দক্ষিণ পাড়ার রুহুল আমিন ও আব্দুল হাকিম জানান, একদিকে যমুনার ভাঙনে বাড়ি ঘর হারিয়ে দূরে আশ্রয় নিয়েছি সেখানে আবার বন্যার পানিতে থাকার ঘর তলিয়ে গেছে। কষ্ট আমাদের পিছু নিয়ে আছেই। এ পর্যন্ত কোন সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তা এলাকায় পৌঁছায়নি বলেও জানান তারা। চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী জানান, গত তিন দিনের বন্যায় যমুনা চরের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ত্রাণ সহায়তার জন্য বন্যার্তদের তালিকা করা হচ্ছে। বরাদ্দ এলেই বিতরণ করা হবে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডিই শরিফুল ইসলাম সোমবার সকাল ১১টায় জানান, যমুনা নদীর চৌহালী পয়েন্টে ১২.১০ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান