ঢাকা : সারাদেশের ভূমি অফিসে অব্যাহত দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে এবার ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানোর উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। তবে পরীক্ষামূলকভাবে প্রথমে স্বল্প পরিসরে এই সিসি ক্যামেরা বসানো হবে বলে সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ।
মঙ্গলবার জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে আ ফ ম বাহাউদ্দিন (নাছিমের) উত্থাপিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ সব তথ্য জানান।
মন্ত্রী জানান, ভূমি অফিসে সিসি ক্যামেরা স্থাপন করা হলে অনিয়ম ও দুর্নীতি অনেক কমে যাবে। পরীক্ষামূলক এ উদ্যোগের ফলাফলের ভিত্তিতে পর্যায়ক্রমে সারাদেশে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাকে ডিজিটাল করার লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে খতিয়ান/পর্চা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। যা প্রকল্প সমাপ্ত হওয়ার পর সুফল পাওয়া যাবে।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ভূমিদস্যু প্রতিরোধকল্পে সরকারের পরিকল্পনা রয়েছে। বর্তমান অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪৩৭ দশমিক ৫৪ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। ভূমিদস্যু প্রতিরোধ এবং বেদখল করা খাসজমি উদ্ধারের বিষয়টি চলমান প্রক্রিয়া।