খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার দীঘিনালা কবাখালী উত্তর মিলনপুর এলাকায় বাবুছড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক উপজাতীয় ছাত্রী দীঘিনালা বন বিহার থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার গণধর্ষণের শিকার হয়েছে।
সোমবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ দীঘিনালা কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেলকে আটক করেছে।
এছাড়া আটককৃত ছাত্রলীগের সভাপতিসহ উপজেলা মৎস্যজীবী লীগের চারজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সংশ্লিষ্ট নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার ও সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা।
গণধর্ষণের শিকার উপজাতীয় স্কুলছাত্রীকে উদ্বার করে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভিকটিমের মা কল্পনা চাকমা এঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে দীঘিনালা থানায় মামলা দায়ের করেছেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু জানান, ঘটনার সাথে জড়িত মামলার এক নম্বর আসামি কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেলকে তামাক ক্ষেত থেকে সকালে আটক করা হয়েছে।
আটক ছাত্রলীগ নেতা ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এদিকে ধর্ষণের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মী নারী নেত্রী ও ওমেন রির্সোস নেট ওয়াক কর্মী নমিতা চাকমা।
তিনি এঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দূষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মাসী চম্পা চাকমা জানান, গতকাল সোমবার রাতে দীঘিনালা বন বিহারে দুই ভাই সহ ধর্মীয় অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফেরার পথে উত্তর কবাখালি কালভাট এলাকায় ৪ যুবক সাথে থাকা দুই ভাইকে বেঁধে ধারালো অস্ত্র দেখিয়ে স্কুলছাত্রী কে জোরপূর্বক গণধর্ষণ করে। পরে বাঁধন খুলে বাড়িতে এসে ঘটনার কথা তার বাবাকে জানালে ঘটনা জানা-জানি হয়।
পরে ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীকে উদ্বার করে সকাল সাড়ে আটটায় জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সঞ্জিব ত্রিপুরা জানান, রোগীর যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসার পর রিপোর্ট দেয়া হবে।