ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র স্থায়ী সদস্য ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর সহ-সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার শামসুস সালেহীনের দাফন সম্পন্ন হয়েছে।
আজ বাদ জোহর নারায়ণগঞ্জের আমলাপাড়া বড় মসজিদে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে আজ মঙ্গলবার ভোর ৫টায় নারায়ণগঞ্জের আমলাপাড়া নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। শামসুস সালেহীন বেশ কিছু দিন ধরে মস্তিষ্ক জনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন তারা।
এছাড়া বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি ইসরাফ হোসেন ইসা এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান খানসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
শামসুস সালেহীন দৈনিক আমার দেশের আগে দৈনিক জনতা ও দৈনিক খবরপত্রে কর্মরত ছিলেন।
শামসুস সালেহীনের মরদেহ দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নিয়ে আসা হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ এবং কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন সুমন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি হিসেবে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া একই সময়ে ক্র্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ক্র্যাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।