রংপুর : যুবদলকর্মী রাসেলের বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে বিপ্লব (২৭) নামে এক যুবকের হাতের কব্জি উড়ে গেছে। বিস্ফোরণের পর ওই বাড়ির সব সদস্য পলাতক রয়েছেন।
মঙ্গলবার বিকেলে নগরীর রবাটসনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিসিৎসা নিতে গেলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে। ঘটনার পর পুলিশ ও র্যাব সদস্যরা বাড়িটিতে তল্লাশি চালিয়ে খালি কৌটা, তারকাঁটা, নুড়ি পাথর, পটাশসহ বোমা বানানোর বিভিন্ন উপকরণ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, বিকেল ৫টার দিকে যুবদলকর্মী রাসেলের বাসায় বসে বোমা তৈরি করছিলো বিপ্লব নামে এক যুবক। এক পর্যায়ে প্রচ- শব্দে বিস্ফোরণ ঘটলে হাতের কব্জি উড়ে যায় তার। ওই অবস্থায় তিনি পালিয়ে যান।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান