ঢাকা : অবরোধ ও হরতালে চলমান নাশকতা ও হত্যাকাণ্ডের সমালোচনা করে র্যাবের মহাপরিচালক বেনজীর আহম্মেদ বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে বর্তমান সময়ে মায়ের বুক খালি করে সন্তানকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে।’
মঙ্গলবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে ‘বাংলাদেশ পুলিশ জাদুঘরের’ ভিত্তিপ্রস্তর উদ্ভোধন শেষে পুলিশ অডিটরিয়মে র্যাবের ডিজি এসব কথা বলেন।
এসময় পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেন, ‘১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপণ করা হয়েছে দেশবাসীর কাছে। এসময় গণমাধ্যমও বিকৃত প্রামাণ্যচিত্র প্রচার করেছে।’
আইজিপি এসময় আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ এখন আমাদের একমাত্র প্রেরণার বিষয়। বঙ্গবন্ধুই একমাত্র জাতিকে মুক্তির সংগ্রামের পথ দেখিয়েছিলেন।’
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জমান মিয়া বলেন, ১৯৭১ এর ১৪ ডিসেম্ভরের বুদ্ধিজীবি হত্যার সাথে বর্তমান সময়কে তুলনা করা যায়।
তিনি বলেন, জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান