ঢাকা: পল্লবীর সরদ ফ্যাশনের নিখোঁজ পোশাক শ্রমিক আমিনুল ইসলামের সন্ধানের দাবিতে জাতীয় গার্মেন্টস কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মনববন্ধন করেছে পোষাক শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর ২ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মনববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই শিকদার, নিখোঁজ আমিনুলের স্ত্রী মিনার বেগম, আমিনুলের পুত্র মুজাহিদ, জোবায়ের ও আযম, তার শ্বাশুড়ি মনোয়ারা বেগম, ভাবি কোহিনূর ও বোন পারুল প্রমুখ।
মানববন্ধনে আমিনুলের স্ত্রী মিনারা বেগম বলেন, আমার স্বামী একজন সাধারণ গার্মেন্টস শ্রমিক, আমার তিনটা ছেলে নিয়ে অত্যন্ত উদ্বেগ-উৎকণ্ঠা ও কষ্টে জীবন অতিবাহিত করছি। জানিনা কোন অপরাধে আমার স্বামীকে অপহরণ করা হয়েছে, আমি রাষ্ট্রপ্রতি এবং প্রধানমন্ত্রীর কাছে যে কোন মূল্যে আমার স্বামীকে ফেরত চাই ।
তিনি বলেন, গত ৫ মার্চ খাবার বিরতিতে কারখানা থেকে বের হয়ে আমার স্বামী তার কর্মস্থলে যায় কিন্তু পরে আর বাসায় ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে পরিবারের পক্ষ খেকে ৬-৩-২০১৫ তারিখে পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কোন সন্ধান দিতে না পারায় পরিবারের পক্ষ থেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান