ওয়াসিব দিপু: পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং স্বনামধন্য বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৭০ হাজার আসন থাকলেও এবার এর বিপরীতে ভর্তিযুদ্ধে নামছে প্রায় ৭ লাখ শিক্ষার্থী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সীমিত আসন সংখ্যা, অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওপর শিক্ষার্থী-অভিভাবকদের আস্থাহীনতা ও চড়া টিউশন ফি এবং সবচেয়ে বেশি আসনবিশিষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থী-অভিভাবকদের কম আকর্ষণই এ পরিস্থিতি সৃষ্টি করেছে।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট পাস করেছে ৮ লাখ ৮৫ হাজার ৭০ জন। তাদের মধ্যে ১০টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ লাভ করেছে ৭০ হাজার ৬০২ জন। জিপিএ-৫ থেকে জিপিএ-৩ পেয়েছে প্রায় ৬ লাখ ৬৬ হাজার ৭২১ জন শিক্ষার্থী। তারা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবেদনের যোগ্য।
এর বাইরে গত বছর পাস করা কিন্তু পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি এমন কমপক্ষে অর্ধলাখ শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেবে। সব মিলিয়ে এ বছর অন্তত ৭ লাখের বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধে লিপ্ত হবে।
উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা বেশিরভাগ শিক্ষার্থীরই স্বপ্ন থাকে মেডিকেল কলেজ, বুয়েট কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। কিন্তু আকর্ষণের কেন্দ্রে থাকা দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও ইন্সটিটিউট মিলিয়ে আসন মাত্র ৭০ হাজারের কিছু বেশি।
এর মধ্যে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকারি বিশ্ববিদ্যালয়ে ৩৮ হাজার, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ৮ হাজার ৩৫০টি এবং পছন্দের শীর্ষে থাকা ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ২১ হাজার আসন রয়েছে।
উন্মুক্ত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪ লাখ ৪২ হাজার আসন রয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯৯টি কলেজে স্নাতকে (সম্মান) ১ লাখ ৭৬ হাজার ৫টি ও ১ হাজার ৪৭৪টি কলেজে পাসকোর্সে প্রায় আড়াই লাখ, কলেজ অব লেদার টেকনোলজি ও কলেজ অব টেক্সটাইল টেকনোলজিতে ৪৫৫টি এবং ১৬টি ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে (বিএসসি) ১ হাজার ৬৫টি আসন রয়েছে বলে জানা গেছে।
তবে ভর্তির জন্য মূল যুদ্ধটা হবে পাবলিক বিশ্ববিদ্যালয় আর মেডিকেল কলেজের ৪৬ হাজার আসনের বিপরীতেই।
উচ্চশিক্ষায় এবার ভর্তি মৌসুম গত বছরের তুলনায় কয়েক মাস এগিয়ে এসেছে। ইতোমধ্যে ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৮৫টি মেডিকেল কলেজ এবং ১৯টি ডেন্টাল কলেজের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদনের মাধ্যমে এবং ১৮ আগস্ট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে।
একই সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়াও এ মাসে শুরু হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাধারণত পছন্দের তালিকার শীর্ষে থাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৯টি হলেও এর মধ্যে নর্থসাউথ, ইস্টওয়েস্ট, ব্র্যাক, আহ্ছানউল্লাহ, ইন্ডিপেনডেন্ট এবং আমেরিকান ইন্টারন্যাশনালসহ হাতেগোনা কয়েকটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বেশি আকর্ষণ করে থাকে, যদিও এগুলোর ব্যয় কাঠামো সাধারণের নাগালের বাইরে।
এর বাইরে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় বুয়েট এবং কৃষি শিক্ষার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি প্রক্রিয়ার সময়সূচি ঘোষণা করেছে।
ভর্তি প্রক্রিয়া আগে শুরুর ক্ষেত্রে বরাবরই এগিয়ে থাকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান বুয়েট। এই প্রতিষ্ঠানটি অবশ্য এবার এখনো ভর্তি প্রক্রিয়ার দিনক্ষণ ঘোষণা করেনি।
শিরোনাম :
ভর্তিযুদ্ধে নামছে প্রায় ৭ লাখ শিক্ষার্থী
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০১৪
- ১৬২৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ