আরব আমিরাত : বাংলাদেশের দুবাই দুতাবাসে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাতে গিয়ে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। সংঘর্ষে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ দুবাই দুতাবাস বিজয় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সকল প্রবাসি বাংলাদেশী কমিউনিটির নেতাকর্মীসহ সকল প্রবাসি বাংলাদেশীদের আমন্ত্রন জানানো হয়।
সমাবেশের সময় একদল বাংলাদেশের পতাকা নিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের গাওয়া ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ’ স্লোগানে প্রকম্পিত করে তোলে দুতাবাস। এই স্লোগান শেষ হতে না হতেই অপর এক দিক থেকে আওয়ামী লিগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শুরু করে। এর ১০মিনিট পরেই আর এক পাশ থেকে বিএনপির নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক’ বলে স্লোগান দিতে থাকলে পরিস্থিতি খারাপ হয়ে পরে।
এক পর্যায়ে আওয়ামী লিগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের দিকে অগ্রসর হতে থাকে। শুরু দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি। কন্সুলেট এর কর্মকর্তাদের হস্তক্ষেপে কিছুটা শান্ত হলেও দফায় দফায় সংঘর্ষ হতে থাকে। অবশেষে দুতাবাসের সিকিউরিটি গার্ড এর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনা সম্পর্কে পরিশেষে জানা যায় যে, আসিফের সেই গানটি গাওয়াতেই আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করেন যে বিএনপি নেতাকর্মীরা এ গান গেয়েছেন। তাই তারা ক্ষিপ্ত হয়ে তাদের স্লোগান দিতে থাকেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান