ফারুক আহম্মেদ সুজন : বেশ কিছুদিন ধরে যানজটে নাকাল রাজধানীবাসী। এই ভোগান্তি আরো বেড়ে যায় ভিআইপিদের চলাচলের সময়। আজ মঙ্গলবার সকালে যোগাযোগমন্ত্রী রাস্তা পরিদর্শন করতে এলে তার জন্য গাড়ি চলাচল বন্ধ করে রাস্তা ফাঁকা রাখা হয়। ফলে অফিসগামি মানুষ পড়ে চরম ভোগান্তিতে।
আজ সকাল ১০টায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংসদ ভবন থেকে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কাজ পরিদর্শন জন্য ফার্মগেটে আসেন। তার আসাতে পুরো রাস্তায় যানচলাচল বন্ধ করে রাস্তা ফাঁকা রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। মন্ত্রী ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে নেমে ঘুরে ঘুরে দেখলেন ভ্রাম্যমাণ আদালতের কাজ। তাদের কাজ দেখার পর তিনি তাদেরকে আরো জোর হতে নির্দেশ দিলেন। পরিদর্শন কালে মন্ত্রী বলেন, এবারের ঈদে যানজট হবে না। রাস্তার অবস্থা ভালো।
তিনি আরো বলেন, আমি কথা দিচ্ছি এবারের ঈদে যাই হোক আগামী ঈদে কোথাও কোনো যানজট হবেনা। পরে তিনি পুলিশকে নির্দেশ দিলেন, প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারো জন্য রাস্তা খালি করা যাবে না।
কারণ মন্ত্রীদের আলাদা কিছু কাজ থাকে যার জন্য রাস্তা খালি করার দরকার আছে।
মজার ঘটনা হলো যখন তিনি এসব কথা বলছিলেন, তখন এক মহিলা এসে যোগাযোগমন্ত্রীকে বলেন, আপনার অনেক বড় বড় কথা বলেন কিন্তু কাজের বেলায় কথা ঠিক থাকে না।
বিআরটিএর ভ্রাম্যমান আদালত মন্ত্রীর এসব আদেশ পালন না করে মন্ত্রী যখন চলে যাবে তখন এরাও রাস্তা আটকিয়ে দেয়। একুশে টিভি