ডেস্ক : অ্যাডিলেডে মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ডের দিনে বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো মাশরাফি বাহিনী। টাইগাররা ইংল্যান্ডকে হারিয়েছে ১৫ রানের ব্যবধানে।
সোমবার অ্যাডিলেডে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ২৭৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ১৩৮ বল খেলে সর্বোচ্চ ১০৩ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ ছাড়া ও মুশফিকুর রহিম ৮৯ রান, সৌম্য সরকার ৪০, সাব্বির ১৪ ও আরাফাত সানি ১৪ রান করেন।
খেলায় ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দু’টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ২৬০ রানে বিধ্বস্ত হয় ইংলান্ড।
ইংলিশদের দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন বাটলার। এ ছাড়াও ৬৩ রান করেন ইয়ান বেল।
বাংলাদেশের পক্ষে চারটি উইকেট দখল করেন রুবেল হোসেন। এ ছাড়াও দু’টি করে উইকেট নেন মাশরাফি ও তাসকিন আহমেদ। ম্যাচ সেরা নির্বাচিত হন মাহমুদুল্লাহ রিয়াদ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান