সিরাজগঞ্জ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি দেশে অবরোধ-হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। দেশে জ্বালাও পোড়াও করে কোন লাভ হবে না।
সোমবার দুপুরে উত্তর বঙ্গের প্রবেশ দ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জের কড্ডা মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ১৪ দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা সর্বক্ষণ মাঠে আছে। চলতি মাসের মধ্যে সব কিছুর সমাধান হয়ে যাবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সভাপতি সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়–য়া, ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এমপি, রাজশাহী বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ স্বপন এমপি, সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্নু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সেলিনা বেগম স্বপ্নাসহ ১৪ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।