সিলেট : সিলেটের খুলিয়াপাড়ায় লিপি বেগম (১৪) নামের এক গৃহকর্মীকে নির্যাতন করে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। তার বাবা নাম আবদুস সাত্তার। ওসমানীনগর থানার জাকিরপুর গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।
সিলেট ওসমানী হাসপাতালে তার লাশের ময়না তদন্ত করা হয়েছে। নিহতের শরীরে বিভিন্ন ধরনের কাটা ও জখমের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নিহত লিপির বাবা জানান, গত প্রায় ১৪ মাস ধরে তার মেয়ে সিলেট নগরীর খুলিয়াপাড়াস্থ নীলিমা-৩ নং বাসায় গৃহকর্মীর কাজ করতেন। বাসার মালিক ওসমানীনগর থানার পশ্চিম ফলাইনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামের হুসনে আরা বেগম। প্রথমদিকে ওই বাসায় গেলে হুসনে আরা কিছু সাহায্য দিয়ে তাকে বিদায় করতেন। গত প্রায় ৩ মাস ধরে মেয়েকে দেখার জন্য সাত্তার ওই বাসায় গেলে গৃহকর্তী হুসনে আরা তাকে গালিগালাজ করে তাড়িয়ে দিতেন। গত রোববার হুসনে আরা তাকে ফোন করে তার মেয়ে লিপির ডায়রিয়া হওয়ার কথা বলে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে জানান। এরপর তিনি তার মেয়েকে দেখতে সিলেট আসার জন্য রওয়ানা হন। কিন্ত কিছুক্ষণ পরই হুসনে আরা পুনরায় ফোন করে লিপির মারা যাওয়ার কথা জানান।
পরে সন্ধ্যা ৭টার দিকে হুসনে আরা, তার স্বামী ইলিয়াছুর রহমান ও ছোট ভাই মুরাদ মিয়া লিপির লাশ নিয়ে গ্রামের বাড়িতে যান। তারা তড়িঘড়ি করে লিপির দাফন সম্পন্ন করতে চাইলে স্থানীয় লোকদের সন্দেহ হয়। এলাকাবাসী ওসমানীনগর থানায় সংবাদ দেন। এসময় গৃহকর্তী হুসনে আরা, তার স্বামী ও ভাই সেখান থেকে পালিয়ে যায়।
পরে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি সিলেট কোতোয়ালি থানা পুলিশকেও অবহিত করা হয়।
এর প্রেক্ষিতে কোতোয়ালি থানা পুলিশ সোমবার হুসনে আরার বাসায় তল্লাশি চালিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।