ঢাকা: অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে চরমোনাই পীর বলেন- তথাকথিত রাজনীতি করে আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘ ৪৩ বছরেও বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি। এখনও মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। আর দেশ পরিচালানা করছে অনির্বাচিত সরকার।
তিনি বলেন- দেশবাসী এ সঙ্কটের শান্তিপূর্ণ উত্তরণ চায়। এ পরিস্থিতি থেকে নিষ্কৃতি চায়। অথচ উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমান্বয়ে আরও জটিল হচ্ছে।
তিনি রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকারকেই দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান