রংপুর: রংপুরের মিঠাপুকুরে ‘পুলিশের ওপর হামলার পর’ জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল হুদা লাবলু নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে তিনটার দিকে মিঠাপুকুর উপজেলার বলদী পুকুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছে।
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ লাবলুকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার পর নাটক সাজিয়েছে।
পুলিশের দাবি, ‘‘রোববার রাত সাড়ে তিনটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুর এলাকায় এক দল দুর্বৃত্ত গাছ কাটছিল। এ সময় টহল পুলিশ তাদের বাধা দিলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে।পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পাশের একটি পুকুর থেকে নাজমুল হুদা লাবলুকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’’
পুলিশ জানায়,‘‘নিহত লাবলু শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিঠাপুকুর উপজেলা সভাপতি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি।তিনি উপজেলার লতিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নরুন্নবী শাহ’র পুত্র। তার বিরুদ্ধে নাশকতার এধাধিক মামলা রয়েছে।’’
এ ব্যাপারে নিহত লাবলুর পিতা নুরুন্নবী শাহ বলেন, ‘‘রোববার রাতে পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে হত্যা করে এখন নাটক সাজিয়েছে।’’
তিনি এ ঘটনায় দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন রংপুর মহানগর জামায়াত,শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।ঘটনার পর থেকে রংপুরে উত্তেজনা বিরাজ করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান