ভোলা : জেলার তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আব্দুল মান্নান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১১ জন।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চৌমহনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন; মোহাম্মদ উল্লাহ (৫৫), শফিক (২৩), নুরুন্নবী (২৫), পলাশ (২১) ও সালেহার (৩০)। তারা তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানায়, চৌমুহনী এলাকার আওয়ামী লীগের সমর্থক মৎস্যজীবী নুরে আলম ও শফিকের মধ্যে স্থানীয় মৎস্যঘাটে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সোমবার দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল মান্নানসহ উভয়পক্ষের ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত আব্দুল মান্নানের বাড়ি একই উপজেলার দেওয়ানপুর এলাকায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান