ঢাকা: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির জন্য ১ এপ্রিল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এই দিন ধার্য করেন।
এর আগে ওই ‘রিভিউ’ শুনানি পেছাতে চার সপ্তাহের সময় চেয়ে রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
সোমবার সেই সময় আবেদনের শুনানিতে অংশ নিয়ে আসামি পক্ষের আইনজীবী ওয়াহেদ উল্লাহ বলেন, “আমি এডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীনের পক্ষে এসেছি। আমাদের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ব্যক্তিগত অসুবিধার কারণে শুনানি করতে পারছেন না।”
এরপর আদালত বলেন, “বিচার রিভিউ দায়েরের জন্য ১৫ দিন সময় দিয়েছি। এরপরও সময় চান কেন? শুনানি মুলতবির কোনো সুযোগ নেই।”
আদালত প্রশ্ন করেন, “এডভোকেট অন রেকর্ড কোথায়? এটাতো প্রধান বিচারপতির পক্ষ থেকে দেওয়া দায়িত্ব।”
“সংসদ আইনে ৬০ দিনের সময় দিয়েছে। যদিও এটা বাধ্যতামূলক না।”
আদালত এ বিষয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলমের মত চাইলে তিনি বলেন, “এখানে দ্রুত শেষ করার নিয়ম আছে। সিনিয়র এডভোকেটের অসুবিধা আছে। এ মামলায় এসএম শাহজাহান সাহেব ছিলেন। উনিওতো সিনিয়র।”
এ সময় প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, “আবেদনে খন্দকার মাহবুব হোসেনকেই দায়িত্ব দেওয়া আছে।”
এরপর তিনি রিভিউ আবেদনের শুনানির জন্য ১ এপ্রিল দিন ধার্য করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান