ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ২৮ মার্চ শুরু হবে। চলবে ৩০ মে পর্যন্ত।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য www.nu.edu.bd এবং
www.nu.edu.bd/degree এই ওয়েব ঠিকানায় জানা যাবে।
এদিকে মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) ও মাস্টার্স/স্পেশাল এডুকেশন/ডিপ্লোমা (প্রফেশনাল) ডিগ্রি ভর্তি রিলিজ সিøপের মেধাতালিকা আগামী ১১ মার্চ প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই দিন বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে।
এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে (মাস্টার্স-নিয়মিত) NUATMPRoll No টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আর মাস্টর্স/স্পেশাল এডুকেশন/ডিপ্লোমা (প্রফেশনাল)-এর জন্য NUATMPRoll No টাইপ করে একই নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে রিলিজ সিøপের ফল জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া ১১ মার্চ রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকেও ফলসহ ভর্তির বিস্তারিত তথ্য জানা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান