ঢাকা : লিবিয়ার ইসলামীক গোষ্ঠী আইএস এর হাতে অপহৃত বাংলাদেশী প্রবাসি হেলাল উদ্দিনের বিষয়ে সার্বক্ষণিক খবর রাখছে বাংলাদেশ দূতাবাস বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। জিম্মি প্রবাসির বাড়ি জামাল পুরে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার ত্রিপলি দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে সাংবাদিকদের জানানো হয়েছে। লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আইএস গোষ্ঠী প্রবাসি বাংলাদেশিকে কোথায় নিয়ে গেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এজন্য লিবিয়ার জাতীয় তেল কোম্পানি (এনওসি) ও তেলক্ষেত্রটির তত্ত্বাবধায়ক কোম্পানি ভাওসের সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস।
গত ৬ মার্চ লিবিয়ার সিরতে শহরের দক্ষিণে অবস্থিত আল-ঘানি নামে একটি তেলক্ষেত্রে হামলা চালিয়ে তাকে জিম্মি করে আইএস। এসময় তার সঙ্গে আরো আট বিদেশি নাগরিককে জিম্মি করা হয়েছে। তেল ক্ষেত্রটি দখলের সময়ে ১১ জন নিহত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
তার অপহরণের বিষয়টি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বলে বাংলাদেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান