চট্টগ্রাম : ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে সোমবার হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রামের লালখান বাজার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরী শাখা।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এতে আরো বক্তব্য রাখেন, নগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক প্রমুখ।
এদিকে ২০ দলীয় জোটের ঘোষিত হরতালের সমর্থনে বেলা ১১টায় ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া বিএনপির নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেছে।
বাকলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাকলিয়া থানা বিএনপি নেতা ও ১৯নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি ফরিদুল আলম মিছিলের নেতৃত্ব দেন। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতাল-অবরোধের সমর্থনে চকবাজার ও বাকলিয়া থানা শাখার যৌথ উদ্যোগে মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে মিছিল হয়েছে।