কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইসলামী ব্যাংক গৌরীপুর শাখার দুই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ জনকে আটক করে গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
ব্যাংক সূত্রে জানায়, উপজেলার গৌরীপুর ইসলামী ব্যাংকে রোববার রাত সাড়ে ৮টায় ব্যবসায়ী আজহারুল ইসলাম ও বাদল রিয়াজ এটিএম বুথ থেকে টাকা উঠায়। এসময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীদের আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় কয়েকজন। এসময় ব্যবসায়ী বাদল তাদের পরিচয় জানতে চেয়ে চ্যালেঞ্জ করলে তারা পরিচয় পত্র দেখাতে ব্যর্থ হন। পরে ব্যবসায়ী বাদলের চিৎকারে আশে পাশের লোকজন এসে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোহাম্মদপুর গ্রামের সেকান্দ আলীর ছেলে খোরশেদ আলম (৪৫), একই উপজেলার উত্তর গোলাপনগর গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত ওহাব সরকারের পুত্র বিল্পব সরকার (৪৫)।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান