চুয়াডাঙ্গা: ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি তরুণীকে ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার দর্শনা চেকপোস্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের ফেরত দেয়া হয়।
দামুড়হুদা থানা পুলিশ বেলা ৩টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা তরুণীরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের কলেজপাড়ার রজব আলীর মেয়ে আঁখি তারা খাতুন (১৮) ও কুষ্টিয়া সদর উপজেলার খদ্দ-আইলচারা গ্রামের হাসেন আলী মণ্ডলের মেয়ে বুলবুলি খাতুন (১৯)।
পতাকা বৈঠকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কাজী রবিউল আউয়াল, চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা রাশেদুজ্জামান এবং ভারতের পক্ষে গেঁদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বি যাদব ও ইমিগ্রেশন কর্মকর্তা এমডি রোজারিও উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার গুলশান থেকে কোটচাঁদপুরের কলেজপাড়া এলাকার রাজার স্ত্রী নূরজাহান বেগম চাকরির প্রলোভন দেখিয়ে তাদের মহেশপুর সীমান্তে নিয়ে আসেন। এরপর নূরজাহানসহ তিন জন পাচারকারী তাদের ভারতে পাচার করে। এক দিন পর ভারতের কৃষ্ণনগর থানা পুলিশ তাদের আটক করলে পাচারকারীরা পালিয়ে যায়।
পরে কৃষ্ণনগর থানা পুলিশ আদালতের নির্দেশে তাদের নদীয়া জেলার কল্যানিতে অবস্থিত জুবিলি সেফ হোমে রাখে। এক বছর পর রোববার দুপুরে তাদের বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
দামুড়হুদা থানা পুলিশ বেলা ৩টার দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান