গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের অনুপস্থিতিতে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। হরতাল অবরোধে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার হয়ে অধ্যাপক এম এ মান্নান কারা অন্তরীণ থাকায় কিরণকে এ দায়িত্ব দেয়া হয়।
রোববার দুপুরে গাজীপুর শহরের নগর ভবন কার্যালয়ে সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণ দায়িত্ব গ্রহণ করেন।
প্রসঙ্গত দেশের বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ২০১৩ সালে মেয়র নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ২২ মাসের মাথায় গত ১১ ফেব্রুয়ারি বাসে পেট্রলবোমা হামলা মামলায় হুকুমের আসামি হিসেবে বারিধারার বাসা থেকে গ্রেফতার হন তিনি। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
নির্বাচিত মেয়রের অনুপস্থিতির কারণে কার্জকর্মে স্থবিরতা দেখা দেয়। কিন্তু প্যানেল মেয়র নির্বাচন নিয়ে আইনি জটিলতা থাকায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করতে দেরী হয়।
পরে উচ্চ আদালতের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়র মনোনীত করে সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা অর্পণ করে এ সংক্রান্ত আদেশ জারি করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান