নাটোর : নাটোরের গুরুদাসপুরে ট্রাক্টরের চাপায় আতিয়া খাতুন (৫) নামে এক কন্যাশিশু নিহত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার চাঁচকৈড় মধ্যমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেল সাড়ে ৪ টার সময় শিশুকন্যা আতিয়া বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় লোকজন ঘাতক ট্রাক্টরসহ চালক ইমরান আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।