শাবিপ্রবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানে আবারও উত্তেজনা দেখা দিয়েছে।
রোববার বিকাল ৩টায় শাবি সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সেক্রেটারি ইমরান খানের নেতৃত্বে কমিটিতে পদধারী নেতারা ক্যাম্পাসে শোডাউন দিলে আবাসিক হলের সামনে পাল্টাপাল্টি অবস্থান নেয় বহিষ্কৃত ছাত্রনেতা উত্তম-অঞ্জন গ্রুপের নেতা-কর্মীরা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শাবির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর নারায়ণ সাহা এবং ভারপ্রাপ্ত প্রক্টরের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন সভাপতি সঞ্জীবন চক্রবর্তী, সহ-সভাপতি অঞ্জন রায়, সাধারণ সম্পাদক ইমরান খান এবং সহ-সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ।
এ ব্যাপারে শাবি ছাত্রলীগ সেক্রেটারি ইমরান খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা বৈধভাবে হলে অবস্থানের জন্য প্রশাসনের কাছে এসেছি। আমাদের ছেলেরা হলে অবস্থান করতে চায়। এব্যাপারে আমরা প্রশাসনের সাথে একটি বৈঠকেও মিলিত হয়েছি।
এ ঘটনায় সন্ত্রাসীরা যাতে ক্যাম্পাসে অবস্থান নিতে না পারে সে জন্য বিশ্ব¦বিদ্যালয় প্রশাসন কে উদ্যোগী হতে বলেছেন শাবি ছাত্রলীগ নেতা অঞ্জন রায়।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক বলেন, ‘আমরা ভারপ্রাপ্ত উপাচার্যকে নিয়ে বৈঠকে বসেছিলাম। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহাবস্থানের ব্যাপারে বলা হয়েছে। এখনো আলোচনা চলছে। সিনিয়র শিক্ষকরা আছেন। সর্বোচ্চ চেষ্টা থাকবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখার। আশা করছি বড় ধরনের কোনো সমস্যা হবে না।’
এদিকে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুল ইসলামকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিংএ ব্যস্ত দেখা গেছে। ক্যাম্পাসে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান