ঢাকা : অপরাধ মোকাবেলায় বর্তমান সরকার পুলিশ বাহিনীতে আরো ৫০ হাজার জনবল বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
রোববার জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। মনোয়ারা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানান, নাশকতা রোধে কোনো আলদা ফোর্স গঠনের চিন্তাভাবনা বর্তমান সরকারের আপাতত নেই। তবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোবালোয় বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে।
এর আগে বিকেল সাড়ে ৪টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।