ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর জামিন নাকচ করেছেন মহানগর দায়রা জজ আদালত।
রোববার খিলগাঁও থানার একটি মামলায় মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েশ জামিন নামঞ্জুরের ওই আদেশ দেন।
এর আগে ঢাকার সিএমএম আদালতে ফালুর জামিন আবেদন নাকচ হলে আসামিপক্ষ সংক্ষুব্ধ হয়ে মহানগর দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করেন।
গত ২ ফেব্রুয়ারি এই মামলায় ফালুকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
গত ৩০ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে খিলগাঁও থানাধীন খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম-দক্ষিণ ঢালে যাত্রাবাড়ী থেকে টঙ্গীগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল।
এছাড়াও গত ৭ ফেব্রুয়ারি বাড্ডা থানার একটি মামলায় ৩ দিনের, ১১ জানুয়ারি রাজধানীর মিরপুর থানার বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৫ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে ফালুকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আটক করে ডিবি পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান