নারায়ণগঞ্জ : জেলার রূপগঞ্জে আসামি ধরতে গিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্ত ১০ জন আহত হয়েছেন। তাদেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আনোয়ার হোসেন নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। এলাকায় পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে আনোয়ার হোসেনসহ আরো কয়েক যুবক অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ও জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল নাজির উদ্দিন আহত হন।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে রাজা মিয়া (৩৭) ও বাচ্চু মিয়া (৪০) নামে দুইজন গুলিবিদ্ধ হন। অপর আহতদের নাম জানা যায়নি। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ বিষয়ে জানান, ঘটনাস্থল অতিরিক্তি পুলিশ পাঠানো হয়েছে। এখন অভিযান চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান