ঢাকা: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে উঠছে সোমবার।
ওই রিভিউ আবেদনের শুনানির জন্য রাষ্ট্রপক্ষের আবেদন শুনে রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে তোলার এই দিন ধার্য করেন। তবে ওই আবেদন শুনানির আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে চার সপ্তাহ সময় চেয়েছেন কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেওয়ার পর কামারুজ্জামানের অপর আইনজীবী শিশির মোহাম্মদ মনির বলেন, “এই মামলায় আমাদের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আদালতের কাছে চার সপ্তাহ সময় চেয়েছেন।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান