বাংলার খবর২৪.কম,হিলি (দিনাজপুর) : হিলি স্থলবন্দরের বদড়পাড়ায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা ও টার্গেট এবং গরু মোটাতাজাকরণ ট্যাবলেট প্রাকটিন ও ডেক্সিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এসব ওষুধের দাম প্রায় ৪৬ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় হিলি চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
এসময় আমদানি নিষিদ্ধ চার হাজার পিস সেনেগ্রা, চার হাজার পিস টার্গেট, ৮০ হাজার পিস প্রাকটিন ও ৮০ হাজার পিস ডেক্সিন উদ্ধার করা হয়।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ল্যান্স নায়েক আশরাফের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সকালে সীমান্তের বদড়পাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ট্যাবলেটগুলো উদ্ধার করে।
পরে উদ্ধার করা ট্যাবলেট সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান