কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দেশে হরতাল অবরোধ বলে কিছু নেই। দেশ পুরোপুরি স্বাভাবিকভাবে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেট্রোলবোমা হামলা প্রতিরোধ করে যাচ্ছে। যার কারণে এখন পেট্রোলবোমা হামলা অনেকটাই কমে গেছে।’
রোববার রাতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহয়ের স্মরণোৎসবের সমাপনী দিনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া কোনো কারণ ছাড়াই যে হরতাল অবরোধের ডাক দিয়েছেন তা সাধারণ মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে।’ এমন দায়িত্বহীন কর্মকাণ্ড দ্রুত বন্ধ করার আহ্বান জানান তিনি।
বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পদক্ষেপ সরকার কিভাবে নিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী এই নেতা বলেন, ‘তিনি একটি দলের প্রধান হওয়ার কারণে উচ্চ আদালত আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হবে।’
বাউল সম্রাট ফকির লালন শাহকে স্মরণ করে তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে বাউল সম্রাট লালন শাহয়ের কথা মনে পড়ছে। মানুষ মানুষের জন্য সেটি কেবল লালনই দেখিয়ে দিয়ে গেছেন সবার মাঝে। আর তাই আজকের এই হানহানির দিনে লালনকে বড়ই প্রয়োজন।’
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও লালন একাডেমির আয়োজনে লালন শাহের পাঁচ দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী দিনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
এ সময় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান সিরাজ, উপ-কমিটির সহ-সম্পাদক হাসান মেহেদী, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, লালন একাডেমির সাবেক সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতিনামা শিল্পীবৃন্দসহ লালন একাডেমির স্থানীয় শিল্পীরা, বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে লালন সঙ্গীত পরিবেশন করেন।