মাদারীপুর : চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে বন্ধুরাষ্ট্রের কূটনীতিকদের দেয়া প্রস্তাবের ব্যাপারে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সংবিধান উপেক্ষা করে কূটনীতিকদের কথায় দেশ পরিচালনা হবে না।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষই সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার।
রোববার সকাল ১১টার দিকে মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশিরের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নৌমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশের মানুষ, যারা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছে। ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে এ দেশ স্বাধীন করেছে। সেই দেশে বিদেশিদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা এটা কোনো ক্রমেই হবে না। আমাদের সমস্যা আমরাই সমাধান করবো। সেই সাথে সন্ত্রাসকে মোকাবেলা করেই আমরা এগিয়ে যাবো।’ মন্ত্রী এ সময় বিএনপির টানা অবরোধ আর হরতালের তীব্র সমালোচনা করেন।
কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সহযোগি অধ্যাপক, সমকাল ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি ইয়াকুব খান শিশিরের অণুগল্প ‘হুক’ এবং ‘গলে পড়ে বরফ সময়’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।
এ সময় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।