বাংলার খবর২৪.কম: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশা প্রকাশ করে বলেছেন, ‘সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ২০১৮ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ।’
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চার দিনব্যাপী ‘কমেন্সমেন্ট অব সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিট’-এর দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের দুটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি হলো কর্মসংস্থান বৃদ্ধি, অন্যটি মাথাপিছু আয় বৃদ্ধি। আমাদের দেশ মানব উন্নয়ন সূচকে এগিয়ে গেলেও একটি জায়গায় তার ছন্দপতন হয়, তা হলো মাথাপিছু আয় কম। সেটি বাড়াতে হবে। বাংলাদেশের যেমন সমৃদ্ধি প্রয়োজন তা সম্ভব হচ্ছে না। সমৃদ্ধশালী দেশ গঠন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষুদ্র ঋণ সুবিধা আরো বাড়াতে হবে।’
সম্মেলনে বিশিষ্ট অর্থনীতিবীদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বেসরকারী সংস্থা এমিনেন্সের সিইও ড. শামীম হায়দার তালুকদার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান