চট্টগ্রাম : চট্টগ্রামের ষোলশহর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি শাটল ট্রেনে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের দুইটি সিট পুড়ে যায়।
এসময় স্থানীয়রা ট্রেনের আগুন নেভাতে এলে তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে অন্তত ৫ জন আহত হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত একজনের নাম জানা গেছে, তিনি হলেন; সুমন (২২)। তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের পরিচয় জানা যায়নি।
পাঁচলাইশ থানার ডিউটি অফিসার এস আই জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শাটল ট্রেনটির রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিল।
এ বিষয়ে চবি’র প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ জানান, শাটল ট্রেনের রক্ষণাবেক্ষণে রেলওয়ে কর্তৃপক্ষের আরও উদ্যোগী হওয়া দরকার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান