কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বাগুড় এলাকায় দুবৃর্ত্তরা একটি ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৯৩) পেট্রল বোমা নিক্ষেপ করেছে। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কোনো হতাহত হয়নি।
শনিবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালেহ আহমেদ জানান, বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রল বোমা বাসে নিক্ষেপ করেছে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়।