সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুরের মোহাম্মদপুর গ্রামে বিক্ষুব্ধ গ্রামবাসীর হাতে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। তার নাম আবুল হাসনাত। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসনাতকে উদ্ধারের চেষ্টা করলে বিক্ষুদ্ধরা বাঁধা সৃষ্টি করে। পরে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে হাসনাতকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত দু’দিন আগে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকার আলী আজগরের ছেলে শাহপরানের সঙ্গে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী আবুল হাসনাতের বাকবিত-া হয়। এরই জের ধরে সন্ত্রাসী হাসনাত শাহপরানকে তুলে নিয়ে তার বাড়ির পার্শ্ববর্তী নোয়াব মিয়ার বাড়িতে আটক করে রাখে। এ ঘটনার খবর ওই গ্রামে ছড়িয়ে পড়লে দুপুরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে লাঠি-সোঠা হাতে হাসনাতের বাড়িতে উপস্থিত হয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসনাত ঘর থেকে বের হয়ে ধারালো রামদা দিয়ে বেশ কয়েকজন গ্রামবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী ও প্রতিপক্ষের লোকজন হাসনাতকে ধাওয়া করে পার্শ্ববর্তী মারিখালি নদের পারে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
-
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান