ঢাকা: চলমান সঙ্কট সমাধানে দেশে নির্বাচনের প্রয়োজন আছে কি না তা যাচাই করতে গণভোটের কথা বললেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে এমন প্রস্তাব দেন তিনি।
সমাবেশে রফিক-উল হক সরকারের উদ্দেশে বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন যদি বির্তকিত না হয়ে থাকে, তাহলে এখন নির্বাচনের প্রয়োজন আছে কি না তা যাচাই করতে একটি গণভোট দিন। তাহলেই সব সমস্যার সমাধান চলে আসবে।’
৫ জানুয়ারির ২০ দলীয় জোটের অংশ ছাড়া নির্বাচনের পর থেকেই হরতাল-অবরোধে রাজনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। সঙ্কট কাটাতে বন্ধু রাষ্ট্রের কূটনীতিকসহ অনেকেই সরকার এবং বিএনপিসহ ২০ দলীয় জোটকে বিভিন্ন আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, ড্যাবের সভাপতি অধ্যাপক আজিজুল হক, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন প্রমুখ।