ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের ২২ দিন পেরিয়ে গেছে। গ্রুপ পর্বের লড়াই শেষ হতে আর এক সপ্তাহ বাকি। দিন যতো এগুচ্ছে ততোই জটিল হয়ে যাচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থান। বিশেষ করে ‘পুল বি’ এর সমীকরণ একটু বেশি জটিল হয়ে গেছে।
‘পুল বি’ থেকে টানা চার ম্যাচ জিতে ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা কার্যত কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে। শেষ দুই ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। ফলে গ্রুপে ভারতের চ্যাম্পিয়ন হওয়াটা এক প্রকার নিশ্চিতই বলা যায়।
অপরদিকে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা খেলবে আরব আমিরাতের বিপক্ষে। অনুমিতভাবেই সেই ম্যাচ জিতবে প্রোটিয়ারা সেটা বলে দেয়া যায়। ফলে ‘গ্রুপ বি’ থেকে ডি ভিলিয়ার্সরা দ্বিতীয় স্থান নিশ্চিত করে পরের রাউন্ডে যাচ্ছে এটাও মোটামুটি নিশ্চিত।
তবে তৃতীয় ও চতুর্থ স্থান কাদের দখলে যাবে সেটি নিয়ে জটিল সমীকরণের ওপর দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপ থেকে আরব আমিরাত ও জিম্বাবুয়ের বাদ পড়াটা নিশ্চিত হয়ে গেছে।
পাঁচ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে মিসবাহ উল হকের পাকিস্তান। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় চতুর্থ অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। এই দুই দলের তুলনায় করুণ অবস্থায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচ শেষে গেইলদের পয়েন্ট ৪।
পাকিস্তানের জন্য কোয়ার্টার ফাইনালের সমীকরণটা সহজ, শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেই চলবে তাদের। আয়ারল্যান্ডের জন্যও একই সমীকরণ। শেষ দুটি ম্যাচে ভারত ও পাকিস্তানের যেকোনো একটি দলকে হারাতে পারলেই তাদের কোয়ার্টারের দরজা খুলে যাবে।
পাকিস্তান ও আয়ারল্যান্ডের জন্য কিছুটা স্বস্তির ব্যাপার হলো- পাকিস্তান যদি শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেও যায় তবেও তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। তবে সেটা নির্ভর করবে রান রেটের ওপর। পাকিস্তানের রান রেট -০.১৯৪ আর আয়ারল্যান্ডের রান রেট .৮২০। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের রান রেট -০.৫১১। পাকিস্তান যদি আয়ারল্যান্ডের কাছে হারে আর ওয়েস্ট ইন্ডিজ যদি শেষ ম্যাচে আরব আমিরাতকে হারিয়েও পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে না আনতে পারে তাহলে তারা ছিটকে পড়বে।
আবার আয়ারল্যান্ড যদি শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হেরে যায় আর ওয়েস্ট ইন্ডিজ আরব আমিরাতকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে ক্যারিবিয়ানরা কোয়ার্টার ফাইনালে যেতে পারবে। তবে আইরিশরা ভারত ও পাকিস্তানের যেকোনো একটি দলকে না হারাতে পারলে তাদের বাদ পড়াটা নিশ্চিত।
মোদ্দা কথা, পাকিস্তান ও আয়ারল্যান্ডের জন্য সমীকরণ কিছুটা সহজ। নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা। আর আয়ারল্যান্ড যদি নিজেদের শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের যেকোনো একটিকে হারাতে পারে তবে তারা চলে যাবে কোয়ার্টারে। পক্ষান্তরে ওয়েস্ট ইন্ডিজকে এক্ষেত্রে অনেক ‘যদি’ ও ‘কিন্তু’র ওপর নির্ভর করতে হবে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১৫ মার্চ মাঠে নামবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। সেদিন পাকিস্তানের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, আর ওয়েস্ট ইন্ডিজ খেলবে আরব আমিরাতের বিপক্ষে। দেখা যাক, সেদিন কী রোমাঞ্চ উপহার দেয় নেপিয়ার ও অ্যাডিলেডের মাঠ!
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান