মংলা : জাতিসংঘের বিশেষজ্ঞদল সোমবার বিকেলে মংলায় পৌঁছেছেন। বনবিভাগের রেস্ট হাউসের জেটি থেকে তারা অরণ্য নামক একটি লঞ্চে সুন্দরবনের শ্যালা নদীতে যান।
সোমবার সন্ধ্যায় তারা বৈঠক করে সিদ্ধান্ত নেন কি কি কাজ করবেন।
জানা যায়, এ দলের সদস্যরা সুন্দরবনের বিভিন্ন নদী-খালের পানি, মাটি ও গাছ পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলবেন। পরীক্ষা-নিরীক্ষার কাজে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করবে বিশেষজ্ঞদলটি।
প্রতিদিনের কাজের রিপোর্ট তারা তাদের কান্ট্রি অফিসে পাঠাবেন, সেখান থেকে সকল মিডিয়াতে প্রেরণ করা হবে।
এমিলিয়া ওয়ালষ্ট্রম এর নেতৃত্বে ২৫ সদস্যের এ দলটি ৫ দিন ধরে সুন্দরবনে অবস্থান করবে।
উল্লেখ্য, মংলার সুন্দরবনের শ্যালা নদীর মৃগামারী এলাকায় গত ৯ ডিসেম্বর ভোরে সাড়ে ৩ লাখ লিটার ফার্নেস ওয়েল নিয়ে ওটি সাউদার্ন স্টার-৭ ডুবির ঘটনায় ক্ষয়ক্ষতি নিরুপণে জাতিসংঘের বিশেষজ্ঞ দল সন্ধ্যায় সুন্দরবনের শ্যালা নদীতে পৌঁছে কাজ শুরু করেছে।