ঢাকা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ২০ লাখ টাকা।
রোববার সকাল ১১ টার দিকে আনিস মিয়া (২৩) নামে এক যাত্রীকে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে স্বর্ণের ৩৬টি বার উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা শীর্ষ নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল বিমানবন্দরে বিজি ০৪৮ বিমানে করে আনিস মিয়া ঢাকায় আসেন। তিনি অভ্যন্তরীণ টার্মিনাল থেকে বের হয়ে যাওয়ার সময় গোয়েন্দাদের সন্দেহ হয়। এরপর তাকে তল্লাশি করা হলে তার জুতা এবং অন্তর্বাস থেকে ৩৬টি বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন চার কেজি ১৯৮ গ্রাম। এর বাজার মূল্য প্রায় দুই কোটি ২০ লাখ টাকা।