ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধন ও প্রতিবাদী মিছিলে এ আহ্বান জানান সংসদের নেতারা।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা বলেন, বঙ্গবন্ধুর ডাকে দীর্ঘ ৯মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। তাই মুজিব মানেই বাংলাদেশ, মুজিব মানেই বাংলাদেশের স্বাধীনতা। আর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা মানে বাংলাদেশ ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমান বিভিন্ন সময় কটূক্তি করছে। যা বাঙ্গালী জাতির জন্য লজ্জাজনক। তাই তারেক রহমানকে বিচারের আওতায় আনতে সরকারকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে।
এসময় তিনি ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব মো. আলাউদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, ডা. আব্দুস সালাম খান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান