নয়া দিল্লি: আরএসএস নেতাদের ধর্মান্তরণ এবং হিন্দুত্ব প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যে লাগাম টানতে পদত্যাগের হুমকি দিয়েছিলেন নমো। কিন্তু সত্যিই কি তার হুমকিতে কান দিয়েছে আরএসএস বা ভিএইচপি? মোহন ভাগবতের পর এবার অশোক সিঙ্ঘলের মন্তব্য অবশ্য তা প্রমাণ করছেন না। শনি এবং রবিবার এই দুই প্রবীণ নেতার বিতর্কিত বয়ানে ফের বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবারই সঙ্ঘ নেতাদের সঙ্গে বৈঠকে বিতর্কিত বয়ানে নিজের হতাশা ব্যক্ত করে নমো জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী পদের জন্য তিনি লালায়িত নন, তাই পদত্যাগ করতে বিন্দুমাত্র সময় লাগবে না। এর পর হিন্দু নেতা এবং হিন্দু সংগঠনগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার গ্রিন সিগনালও দিয়েছিল আরএসএস।
কিন্তু তার পরের দিনই কলকাতার সভা থেকে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর বয়ান দিয়েছিলেন। এর পর রোববার বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ নেতা অশোক সিঙ্ঘল এক ধাপ এগিয়ে মন্তব্য করেন, ‘পৃথিবীতে খ্রিস্টান এবং মুসলিমদের জন্যই যুদ্ধ বেধেছে।’ ভিএইচপি-র ধর্মান্তরণের অভিযানের সমর্থনে সিঙ্ঘলের বয়ান, ‘আমরা ধর্ম পরিবর্তন করাচ্ছি না, বরং সকলের মন জয়ের অভিযান চালাচ্ছি।’
সিঙ্ঘলের এই মন্তব্যের পর মোদির বয়ানের দাবি তুলেছেন খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত লোকেরা। দিল্লি ক্যাথলিক চার্চের মুখপাত্র সবরীমুত্তু জানিয়েছেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্পষ্ট বয়ান দেওয়া উচিত। যাতে খ্রিস্টান সম্প্রদায় নিজেদের নিরাপদ মনে করতে পারে।
অন্য দিকে মোহন ভাগবতের বয়ানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। কংগ্রেস মুখপাত্র সন্দীপ দীক্ষিতের প্রশ্ন, ‘মোদি কি ভাগবতের বয়ানকে সমর্থন করেন? প্রধানমন্ত্রী এই বয়ান সমর্থন না-করলে, সামনে এসে তা খারিজ করুন।’- ওয়েবসাইট